বাড়ির বাইরে পা রাখলেই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। তা হল পোশাক, জুতো আর ব্যাগ।
পোশাক যেমনই হোক না কেন সঙ্গে একটা ব্যাগ লাগবেই। অফিস যাওয়ার ব্যাগ একরকম, ব্যাগপ্যাক একরকম আবার ঘুরতে যাওয়ার, বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাওয়ার ব্যাগ আর একরকম। যতই কেনা হোক না কেন মেয়েদের কালেকশনে ব্যাগের কোনও শেষ নেই।
ছোট, বড়, মেজ, সেজ নানা কাটিং এর ব্যাগ থাকে।
পোশাকের সঙ্গে নির্দিষ্ট ব্যাগ থাকে। শাড়ি, সালোয়ারের সঙ্গে একরকম ব্যাগ লাগে আবার জিন্স, স্কার্ট পরলে অন্য রকম ব্যাগ লাগে।
পোশাকের ব্র্যান্ড নিয়ে যেমন মেয়েরা সজাগ ঠিক তেমনই ব্যাগের ব্র্যান্ড নিয়েও মেয়েরা সচেতন।
জন্মদিন থেকে বিয়েবাড়ি উপহার হিসেবে ব্যাগ খুবই কাজে আসে/