ঈদ চলে আসলো পোশাকের সাজে নিজেকে সাজাতে ভালোবাসেন সবাই। ছেলে কিংবা মেয়ে সবারই ফ্যাশনের আলোকে নিজেকে সাজানোর একটি নিশ্চুপ প্রতিযোগিতা যেন মনে মনে চলতে থাকে। ফ্যাশনের দিক থেকে তাই কদর সব ধরনের পোশাক এবং অনুষঙ্গের। আর এই সমস্ত অনুষঙ্গের মধ্য ছেলেদের বেল্ট অন্যতম।
একটি সময় ছিলো যখন ফ্যাশন বলতে শুধু শার্ট, প্যান্ট, কোর্ট ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই পরিবর্তিত ফ্যাশন মানুষকে নতুনভাবে সাজতে আর সাজাতে সাহায্য করছে।
বর্তমানে ছোট ছোট অনুষঙ্গগুলো ফ্যাশনের অনেক বড় অংশ হয়ে গিয়েছে।
যার মধ্যে বেল্ট অন্যতম। এই বেল্ট ছেলেদের আউটলুকে কেবল পার্থক্যই নয়, সেইসাথে এনেছে স্মার্টনেস